নিউজ ডেস্কঃ পাবনার আটঘরিয়ায় জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগ সভাপতি বরুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল গাফ্ফারসহ ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে দেবোত্তর বাজার যুবলীগ কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- বরুলিয়া গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে মো. সেলিম (৩৮), মো. রোস্তম প্রাং এর ছেলে মো. লিটন (৩৫), কন্দপপুর গ্রামের মো. আবুল হাশেমের ছেলে মো. সজল (২৮), মৃত খালেকের ছেলে মো. উকিল আলী (৪০), মো. পলাশের ছেলে মো. সাগর (২০), দেবোত্তর গ্রামের মো. সামাদের ছেলে মো. মিজান (২৭), মৃত ইয়াছিন আলীর ছেলে আবু সাঈদ (৩৭), নাগদহ গ্রামের হারুনর রশিদ মন্ডলের ছেলে মো. বাবুল আক্তার (৪০), মৃত ধলু সেখের ছেলে মো. রফিক (৪০), চক ধলেশ্বর গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. ফারক হোসেন (৩৪), মৃত শুকুর আলীর প্রাং এর ছেলে মো. মালেক (৩০), বিশ্রামপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. আব্দুল হালিম (৫২), সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. হিরা (৩৫) ও শাহাপুর জাশাদল গ্রামের মৃত মজুর ছেলে মো. রাজা (৩৫)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজারস্থ উপজেলা যুবলীগ কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে সভাপতিসহ ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৭শ টাকা ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।