News71.com
 Bangladesh
 29 Jul 22, 10:58 PM
 1127           
 0
 29 Jul 22, 10:58 PM

সিরাজগঞ্জে সরকারি ক্ষতিপুরনের টাকা পরিশোধের দাবিতে ৮ মৌজাবাসীর মানববন্ধন॥

সিরাজগঞ্জে সরকারি ক্ষতিপুরনের টাকা পরিশোধের দাবিতে ৮ মৌজাবাসীর মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহনকৃত ব্যক্তি মালিকানাধীন জমির সরকারি বরাদ্ধের ক্ষতিপুরনের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার ৮টি মৌজার অন্তত ২০ গ্রামবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের ক্রসবার বাঁধ-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পুঠিয়াবাড়ি, রায়পুর, বিয়াড়া, বড় পিয়ারী, বেলুটিয়া, মোরগ্রাম, ছোটপিয়ারী ও বনবাড়িয়া মৌজার ১০৮১.৭০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা দিয়ে সেখানে মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু এখনও এসব জমি অধিগ্রহণ করা হয় নাই। ৫ বছর ধরে সিএস, এসএ ও আরএস খতিয়ানে রেকর্ডভুক্ত জমির মালিকদের পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দেওয়া হচ্ছে। একে একে তিনজন জেলা প্রশাসক গেলেন কেউ কথা রাখেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন