News71.com
 Bangladesh
 29 Jul 22, 10:59 PM
 1196           
 0
 29 Jul 22, 10:59 PM

রেলওয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে ৬ দফা দাবির পক্ষে রাজশাহী রেলস্টেশনে গণসংযোগ॥

রেলওয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে ৬ দফা দাবির পক্ষে রাজশাহী রেলস্টেশনে গণসংযোগ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে রাজশাহী রেলওয়ে স্টেশনে গণসংযোগ করেছেন মহিউদ্দিন রনি।আজ শুক্রবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান করেন।এরপর লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের সঙ্গেও তার দেখা হয়। মহিউদ্দিন রনি তার কাছেও ছয় দফা দাবিগুলো তুলে ধরেন। পরে পশ্চিমাঞ্চাল রেলওয়ের মহাব্যবস্থাপকও তার দাবির প্রতি সম্মান জানান এবং গণসংযোগের সময় তার সঙ্গে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মেও যান।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, হঠাৎ করেই রনির সঙ্গে রাজশাহী রেলস্টেশনে দেখা হয় আজ। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে তার ছয় দফা নিয়ে এ সময় আলোচনাও হয়েছে। সম্মানিত যাত্রীদের স্বার্থে তার এ দাবিগুলো বিবেচনার দাবি রাখে। রেলওয়ে এগুলো নিয়ে আগে থেকেই কাজ করছে। তবে বর্তমান দৃশ্যপটে রনির আবির্ভাবে সেই কাজগুলো আরও গতি পেয়েছে। রেলওয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য তিনি রনিকে ধন্যবাদ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন