নিউজ ডেস্কঃ সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি করপোরেশন। নগরবাসীর জীবনমান উন্নয়নসহ সব বিষয়ে এ প্রতিষ্ঠানটিকে কাজ করতে হয়। ‘রাজশাহী মহানগরের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় মহানগরজুড়ে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। এ প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে হয়। এ কাজে সুশীল সমাজের প্রতিনিধি, আলেম উলামাসহ সুধীজনদের মতামত নিয়ে এসব কাজ করতে চাই। প্রিয় রাজশাহী নগরকে আরও সুন্দর করতে সবার সহযোগিতা চাই।
শনিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। ‘রাজশাহী মহানগরের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বাইরে বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে। চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন এবং কার্যক্রম তদারকির লক্ষ্যে গৃহীত কমিটির সমন্বয় সভা হয়। সভার শুরুতে বর্তমান পরিষদের চতুর্থ বছর পূর্তিতে নগরজুড়ে পরিকল্পিতভাবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।