News71.com
 Bangladesh
 30 Jul 22, 07:45 PM
 1568           
 0
 30 Jul 22, 07:45 PM

পুঠিয়ায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত।।

পুঠিয়ায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত।।

নিউজ ডেস্কঃ  রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন যাত্রী।  শনিবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে সেনভাগ এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন (৬৫)। তার গ্রামের বাড়ি পাশের নাটোর জেলায়। এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়ানি। তবে চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানতে চাইলে রাজশাহীর পবা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন। তার পুরো পরিচয় এখনো জানতে পারেন নি। তবে তার বাড়ি নাটোর জেলায় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোয় তাদের পরিচয়ও মেলেনি। তবে হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন