নিউজ ডেস্কঃ নাটোর-৪ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন গুরুদাসপুর-বড়াইগ্রামের ১২ নেতা। রোববার (১০ সেপ্টেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে গুরুদাসপুরের ছয়, বড়াইগ্রামের পাঁচ এবং নাটোর সদরের এক নেতা রয়েছেন। মূলত উত্তরের বর্ষীয়ান নেতা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসন শূন্য হওয়ায় এখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল মতে, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।