News71.com
 Bangladesh
 20 Oct 23, 07:25 PM
 276           
 0
 20 Oct 23, 07:25 PM

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

 

 

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুক্রবার সকাল সোয়া ১১টায় ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরে পৌঁছায়। এ সময় প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ানরা গাড়িবহরকে স্বাগত জানান। 

 

ইউরেনিয়ামবাহী গাড়িবহর সকালে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর পৌঁছায়। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, প্রথম, দ্বিতীয়, তৃতীয় চালানের মতো সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর এলাকায় প্রবেশ করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন