News71.com
 Bangladesh
 24 Oct 23, 09:04 PM
 272           
 0
 24 Oct 23, 09:04 PM

প্রেমের টানে মার্কিন তরুণী ঈশ্বরদীতে

প্রেমের টানে মার্কিন তরুণী ঈশ্বরদীতে

 

 

নিউজ ডেস্কঃ প্রেমের টানে বিদেশি প্রেমিক বা প্রেমিকার দেশে আসার খবর নতুন নয়। এবার প্রেমের টানে আমেরিকা থেকে এক তরুণী পাবনার ঈশ্বরদীতে এসেছেন। ওই তরুণীর নাম হারলি এবেগেল আইরিন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। গত ২১ অক্টোবর বাংলাদেশে এসে পাবনার ঈশ্বরদীর বাসিন্দা আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে ঘর বেঁধেছেন। নবদম্পতিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন এলাকার মানুষ।

 

আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। বিয়ের পর ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকায় বাসাভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন