News71.com
 Entertaintment
 26 Jul 16, 08:54 PM
 762           
 0
 26 Jul 16, 08:54 PM

নিকোলাস কেজের মৃত্যুর খবর ভুয়া...

নিকোলাস কেজের মৃত্যুর খবর ভুয়া...

বিনোদন ডেস্কঃ  হলিউড তারকা নিকোলাস কেজের মৃত্যু নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস একটি খবর প্রকাশ করে যেখানে বলা হয়, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আর এই খবর প্রকাশের পর পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া সিএনএনের লোগোযুক্ত একটি ছবি’র ক্যাপশন ছিল, ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ৫২ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে। কিন্তু খবরটি আর কোনো প্রভাবশালী গণমাধ্যম প্রকাশ না করায় সোশ্যাল মিডিয়ার কিছু ব্যবহারকারীর খটকা লাগে।

এরপরেই জানা যায়, সিএনএন লোগোযুক্ত ঐ ছবিটি ২০১১ সালের সান দিয়েগো’র এক সড়ক দুর্ঘটনার। এছাড়া, ছবিতে লোগো থাকলেও সিএনএন’র ওয়েবসাইটে হলিউড তারকার মৃত্যুর কোনো খবর নেই।

পরে সিএনএন লোগোযুক্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিওয়ে ফেলা হয়। বর্তমানে এই হলিউড তারকা অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। তার অভিনীত ‘স্নোডেন’ এবং ‘ক্রোডস ২’ নামক দুইটি ছবি ২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন