News71.com
 Entertaintment
 13 Aug 16, 05:34 PM
 813           
 0
 13 Aug 16, 05:34 PM

মীরাক্কেলের মীর এবার সিনেমায় কলম্বাসের চরিত্রে

মীরাক্কেলের মীর এবার সিনেমায় কলম্বাসের চরিত্রে

 

বিনোদন ডেস্ক: এক 'মীরাক্কেল' দিয়েই তিনি জনপ্রিয়তার তুঙ্গে। দুই বাংলা ছাপিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তার অগণিত ভক্ত। বলিউডের মুভিতেও কাজ করছেন বলে শোনা যাচ্ছে। এতকিছুর পরও সময় বের করে মীর আফসার আলী আবারও ফিরলেন টালিউডে। ৫২৪ বছর পর ২০১৬ সালে কলকাতা শহরে আমেরিকার আবিষ্কারক কলম্বাসের আবির্ভাব। নবাগত পরিচালক সৌরভ পালধির ছবি 'কলকাতায় কলম্বাস'-এ রীতিমতো কলম্বাস সেজে হাজির হচ্ছেন রুপালি পর্দায়। সৌরভ পালধি একসময় ছিলেন‌ 'মীরাক্কেল'- এর প্রতিযোগী। সেখান থেকে হলেন 'মীরাক্কেল'- এর চিত্রনাট্যকার ও গ্রুমার।

তারপর মীর অভিনীত ‘'বুদ্ধিজীবী’' নাটকের নাট্যকার ও পরিচালক। এবার আসলেন সিনেমা পরিচালনায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মীর। সৌরভ বলেন, ''ছবিতে কমেডির মুখোশে ছোঁয়া হয়েছে এই সমাজের একটি সিরিয়াস বিষয়কে। আসলে সমস্যায় পড়লেই আমরা পালাতে চেষ্টা করি। এই ছবিতে বলার চেষ্টা করেছি, সব সমস্যার সমাধান রয়েছে আমাদের হাতেই। রয়েছে তীব্র ব্যঙ্গ। আসলে দর্শক সব সময়ই নতুন কিছু চান। আর সেই জন্যেই আমার অনেক দিন আগে লেখা গল্পটা এই ছবির জন্য বেছে নিলাম।"

এই ছবিতে অভিনয় করতে রাজি হলেন কেন?‌ এমন প্রশ্নের জবাবে মীর স্বভাবসুলভ ভঙ্গিতে রসিকতা করে বললেন, "আসলে আমি আর কলম্বাস দুজনই ডিরেকশনলেস মানুষ। কলম্বাস ভুল করে আমেরিকা পেয়ে গেলেন। এখন দেখা যাক তার জামা-জুতো পরে আমি কী পাই।" এরপর একটু সিরিয়াস হয়ে মীর বললেন, "অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে সৌরভের প্রতিভার পরিচয় আগেই পেয়েছিলাম। সৌরভ যে নিজেকে আরও সমৃদ্ধ করেছে, তার পরিচয় পেয়েছিলাম ওর সঙ্গে 'বুদ্ধিজীবী' নাটক করতে গিয়ে। তাই ওর প্রথম ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আর দ্বিধা করিনি।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন