News71.com
 Entertaintment
 21 Aug 16, 11:48 PM
 764           
 0
 21 Aug 16, 11:48 PM

ফের আমেরিকা মাতাবেন বাংলাদেশের রক তারকা জেমস।।

ফের আমেরিকা মাতাবেন বাংলাদেশের রক তারকা জেমস।।

 

নিউজ ডেস্কঃ নগরবাউল জেমসের গানে মেতে উঠবে মার্কিন মুলুক! দুই বছর পর আবার সংগীত পরিবেশনের জন্য আমেরিকায় যাচ্ছেন আন্তর্জাতিক এই রকতারকা। জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তারা। মার্কিন ও প্রবাসী বাঙালি শ্রোতারা তাদের পরিবেশনা উপভোগ করবেন আগামী ২৮ আগস্ট।

এজন্য আগামী ২৫ আগস্ট নিজের ব্যান্ডের সব সদস্যকে নিয়ে আমেরিকার উদ্দেশে রওনা দেবেন জেমস। আগামী ১ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

অনুষ্ঠানে জেমস পুরস্কারও পাবেন কি-না জানতে চাইলে ব্যাপারটি সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে উল্লেখ করেন তার ব্যবস্থাপক। তিনি জানান, সবশেষ ২০১৪ সালে আমেরিকায় গাইতে গিয়েছিলেন নগরবাউল। ওইবার দর্শক-শ্রোতারা মেতেছিলেন জেমস উন্মাদনায়। এবারও তেমন হবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন