বিনোদন ডেস্কঃ বলিউডের ‘পারফেকশনিস্ট’ বলে খ্যাত আমির খান প্রত্যেক বছর দুইজন ‘ইন্টার্ন’কে প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে নিজের দক্ষতা ও জ্ঞান পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেবেন তিনি। এরই মধ্যে তিনি প্রশিক্ষণ দেয়ার সুযোগ দেন।
‘দঙ্গল’ অভিনেতার এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এর মাধ্যমে তরুণ ভক্তরা চলচ্চিত্র দুনিয়ায় করার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে জানতে পারবে। দুইজন ইন্টান আমিরের প্রতিদিনকার কাজ যেমন শুটিং, মিটিং, পড়াশুনা, রিহার্সাল ও পর্দার পেছনের কাজগুলো দেখতে পারবে।
তিনি আরো বলেন, আমির তার নিজের অভিজ্ঞতাতে পরবর্তী প্রজন্মের সঙ্গে ভাগাভাগি করতে চান। তিনি প্রত্যেক বছর দুইজন ছাত্রকে প্রশিক্ষণ দেবেন।
অবশ্য এরই মধ্যে প্রশিক্ষণ দেয়া শুরু করেছেন আমির। তার প্রথম ছাত্রী হলো ‘দঙ্গল’-এর সহ-অভিনেত্রী ফাতিমা সানা শাইখ ও সানায়া মালহোত্রা। তারা ছবিতে মুষ্ঠিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন।
জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর ‘দঙ্গল’ ছবিটি মুক্তি পাবে।