News71.com
 Entertaintment
 25 Aug 16, 11:25 AM
 808           
 0
 25 Aug 16, 11:25 AM

গুলশান হামলা নিয়ে সিনেমা করার পরিকল্পনা করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়

গুলশান হামলা নিয়ে সিনেমা করার পরিকল্পনা করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়

 

বিনোদন ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা নিয়ে বলিউডে সিনেমা তৈরির পরিকল্পনা করছেন পশ্চিমবঙ্গের পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। ‘জিহাদ’ নামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায়।এত অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘ব্যোমকেশ’ খ্যাত অভিনেত্রী র্যা চেল হোয়াইট, রাজেশ শর্মা ও কনীনিকা বন্দ্যেপাধ্যায়সহ আরো অনেকে।

সংবাদমাধ্যমের বিবৃতি হতে জানা গেছে, ছবির কাহিনি ‘গুলশান হামলা’কে কেন্দ্র করে হলেও মূলত জঙ্গিবাদ-এর কারণ, বৈশ্বিক প্রেক্ষাপট, জঙ্গি মদদদাতা গোষ্ঠিদের ভূমিকা ইত্যাদি স্পর্শকাতর বিষয়গুলো উঠে আসবে এ ছবিতে। সিনেমাটির শুরুই হবে তীব্র গোলাগুলির মধ্যে একটি রেস্টুরেন্টে জঙ্গিদের জিম্মি পরিস্থিতি তৈরি করার দৃশ্য দিয়ে। সিনেমার অন্যতম চরিত্র অভিষেক (রোহিত রয়)-এর চোখের সামনেই জঙ্গিরা মেরে ফেলে তার স্ত্রীকে (কনীনিকা বন্দোপাধ্যায়)।

এরপর অভিষেক বিয়ে করে অর্পনাকে (ঋতুপর্ণা সেনগুপ্ত)। একটি ফরাসি পত্রিকার আলোকচিত্রী হয়ে বসনিয়াতে যেতে হয় তাকে। সেখান গিয়ে নিখোঁজ হয় অভিষেক। পরে অপর্না অভিষেকের এক সহকর্মীকে (র্যা চেল হোয়াইট) সঙ্গে নিয়ে বের হয় স্বমীকে খুঁজে বের করার অভিযানে।

‘গুলশান হামলা’র ঘটনা দিয়ে ছবিটি শুরু হলেও এত প্যারিস, বিটেন ও ইউরোপের অন্যান্য জঙ্গি হামলার ঘটনাকেও দেখানো হবে। সিরীয় জঙ্গিগোষ্ঠী আইএস-এর উত্থানের বিষয়টিও উঠে আসবে এই ছবিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন