বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে সালমানের জন্য গান গাইবেন না অরিজিৎ সিং। কিন্তু, সেই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অরিজিৎ । বলেন, কেন গাইবেন না! সালমানের জন্য খুব তাড়াতাড়ি গান গাইবেন তিনি।
বেশ কয়েক মাস ধরে ঝামেলা চলছে সালমান ও অরিজিতের মধ্যে। একটা অ্যাওয়ার্ড শোতে লেগ পুলিংয়ের জন্য অরিজিতের ওপর রেগে যান সালমান। তারপর নিজের ব্যবহারের জন্য ফেসবুকে ক্ষমাও চেয়েছেন অরিজিৎ। কিন্তু, তাতেও গলেনি বরফ। বরং সুলতান ছবি থেকে বাদ পড়ে যায় অরিজিতের গাওয়া “জগ ঘুমেগা” গানটি। তারপর নিজের গলায় সেই গানের রেকর্ডিং করেন সালমান।
এরপর এক সাক্ষাৎকারে অরিজিৎকে চিনতে অস্বীকার করেন সালমান। অরিজিৎ-এর প্রসঙ্গে সলমানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “কে অরিজিৎ?” তারপর অবশ্য সাংবাদিককে জিজ্ঞাসা করেন, “আচ্ছা ওই গায়ক?”
ঘটনার পর থেকে অরিজিৎকে এই ভাবেই অপমান করে চলেছেন সালমান। তাই প্রকাশ্যে ক্ষমা চেয়েও চিঁড়ে ভিজছে না দেখে, সল্লু মিঞার জন্য গান গাইবেন না বলে ঠিক করেছিলেন তিনি।