News71.com
 Entertaintment
 29 Aug 16, 12:05 PM
 765           
 0
 29 Aug 16, 12:05 PM

চলে গেলেন মেক্সিকোর কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুয়ান গ্যাব্রিয়েল ।।

চলে গেলেন মেক্সিকোর কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুয়ান গ্যাব্রিয়েল ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মেক্সিকোর কিংবদন্তী সঙ্গীতশিল্পী অ্যালবার্টো এগুইলিয়ারা ভালদেস। সোমবার সকালে ক্যালিফোর্নিয়ায় একটি হাসপাতালে হার্ট এটাকের কারণে মারা যান তিনি। তার বয়স ছিলো ৬৬ বছর।

প্রসঙ্গত, লস এঞ্জেলেসে একটি কনসার্ট শেষে তিনি হৃদরোগে আক্রান্ত হন। গ্যাব্রিয়েল দেশটির অন্যতম জনপ্রিয় শিল্পী। ৪০ বছরের সঙ্গীতজীবনে তার অ্যালবাম ১০ কোটিরও বেশি বিক্রি হয়েছে। ১৯৭৫ সালে ‘নোবেলজা রানচেরা’ নামের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপরে আরো কিছু চলচ্চিত্রেও দেখা যায় তাকে।

এছাড়া ১৯৯৬ সালে বিলবোর্ড ম্যাগাজিনের হল অফ ফেমেও স্থান পান এই শিল্পী। নিজের জন্য গান লেখা ছাড়াও অ্যাঞ্জেলিকা মারিয়, আইডা কুয়েভাস, লোরেনজো এন্টনিওর মতো জনপ্রিয় শিল্পীদের জন্যও গান লিখেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘জুয়ান গ্যাব্রিয়েলের মৃত্যুতে আমি শোকাহত। তিনি আমাদের দেশের সঙ্গীতাঙ্গনের সম্পদ, মিউজিকের আদর্শ। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন