বিনোদন ডেস্কঃ এই ঈদে ‘লুকোচুরি ডাব্বা’ নিয়ে আসছেন সজল ও লামিয়া মিমো। দিয়াবাড়িতে শুটিং চলছে নাটকটির।
সজল ও মিমো দীর্ঘদিন প্রেম করে বিয়ে করে। বিয়ের আগে সজল মিমোকে অনেক সময় দিলেও বিয়ের পরে আর তেমন সময় দিতে পারে না। সেই নিয়ে প্রতিনিয়ত তাদের ঝগড়া হয় এবং শেষে হয় ডিভোর্স। নায়িকা মিমো বলেছেন, অনেক বাস্তবধর্মী নাটকের গল্পটি এবং গল্পটি ভালো। নাটকটির স্ক্রিপ্ট লিখেছেন সোহাগ বিশ্বাস এবং পরিচালনায় রয়েছেন আরিফুর জামান আরিফ।