News71.com
 Entertaintment
 09 Sep 16, 02:00 PM
 854           
 0
 09 Sep 16, 02:00 PM

বিশ্ব কবির রবীন্দ্রনাথ ঠাকুরের 'হঠাৎ দেখা' কবিতা নিয়ে মুভি।।

বিশ্ব কবির রবীন্দ্রনাথ ঠাকুরের 'হঠাৎ দেখা' কবিতা নিয়ে মুভি।।

 

নিউজ ডেস্কঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা 'হঠাৎ দেখা' অবলম্বনে মুভি নির্মাণ করবেন রেশমী মিত্র। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এ মুভি। এতে দুই দেশেরই অভিনেতা-অভিনেত্রীরা কাজ করবেন।

১৯৩৮ সালের পটভূমিকায় 'হঠাৎ দেখা' কবিতাটি লেখা হয়। আর সেই কথা মাথায় রেখেই মুভিটির লোকেশন, সংলাপ তৈরি করা হচ্ছে। রেশমি মিত্র বলেন, সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরাই আমাদের মুভির উদ্দেশ্য। মুভির মূল গল্প একটি ট্রেনে দুজন ব্যক্তির দীর্ঘদিন পর দেখা। আর সেখান থেকেই শুরু হবে মুভিটি।

নির্মাতা পক্ষ থেকে জানানো হয়েছে, মুভিটিতে যেমন থাকছে রবীন্দ্রসংগীত, তেমনই থাকছে বাউলগীতি। এর শুটিং হবে বীরভূম ও বংলাদেশের বিভিন্ন জায়গায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন