নিউজ ডেস্কঃ জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী জেমসের জন্মদিনে দেড় হাজার কেজি ওজনের একটি কেক তৈরি করিয়েছেন তাঁরই এক ভক্ত। আজ সারা দিন ঢাকার রাস্তায় ঘুরেছে সেটি। প্রিন্স মোহাম্মদ নামের ওই ভক্ত তাঁর প্রিয় শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এ কাজটি করেছেন। প্রিয় শিল্পীর জন্য ব্যতিক্রম এ আয়োজন করতে পেরে ভীষণ গর্বিত তিনি।
শিল্পীর জন্মদিনে চোখে পড়ার মতো একটি উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন প্রিন্স মোহাম্মদ। শিল্পীকে শুভেচ্ছা জানাতে একটি পিক আপকে সাজিয়েছেন কেকের আদলে। জেমসের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি দিয়ে সাজানো নকশায় লেখা ‘শুভ জন্মদিন গুরু জেমস। বেঁচে থাকুন অন্তত এক কোটি বছর।’
আজ রোববার সকাল থেকে পিকআপটিকে ঘুরতে দেখা গেছে ঢাকার রাস্তায়। গাড়ির নিচের অংশে রয়েছে ফেসবুকের লোগো–সংবলিত প্রিন্স মোহাম্মদের নাম। জেমস তাঁর এই ভক্তকে চেনেন কিশোরগঞ্জের প্রিন্স নামে।