News71.com
 Entertaintment
 03 Oct 16, 11:09 PM
 987           
 0
 03 Oct 16, 11:09 PM

কক্সবাজারে চুপি চুপি প্রেম করছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ।।

কক্সবাজারে চুপি চুপি প্রেম করছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ।।

 

বিনোদন ডেস্কঃ কক্সবাজারে চুপি চুপি প্রেম করছেন পরীমণি। তাও কিনা আবার শাকিব খানের সঙ্গে। তবে বাস্তবে নয়, শফিক হাসানের 'ধূমকেতু' ছবির শুটিং-এ। গত শনিবার থেকে তারা সেখানে অবস্থান করছেন ।

নিজেদের এই প্রেমকে রোমাঞ্চকর করে তুলতে তারা ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায়। সমুদ্রের স্নিগ্ধতা আর অপার সৌন্দর্যের সাথে নিজেদের কেমিস্ট্রি মিলিয়ে বেশ জমিয়েই প্রেম করছেন এই জুটি। কিন্তু সবই ছবিটির গল্পের প্রয়োজনে ।

‘ধূমকেতু’ ছবির ‘চুপি চুপি প্রেম’ শিরোনামের গানের দৃশ্য ধারণে অংশ নিয়েছেন শাকিব-পরী। এতে কণ্ঠ দিয়েছেন খেয়া ও ইমরান। আর নৃত্য পরিচালনায় রয়েছেন মাসুম বাবুল। জানা গেছে, এ ছবির ২টি গানের শুটিং বাকি ছিল। এছাড়া বাকি অন্যান্য সব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে ছবিটি বড় পর্দায় উঠতে পারে ।

মুন্নি প্রোডাকশনের ব্যানারে এই ছবিতে আরও অভিনয় করেছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে। উল্লেখ্য, গত বছর ধূমকেতুর শুটিং শুরু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন