নিউজ ডেস্ক : ভারতের জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে সৌরভ গাঙ্গুলীর সাথে অংশ নিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। গত ১ মার্চ কলকাতার পার্পল মুভি টাউনে এর দৃশ্যধারণ হয়। শিগগিরই জি বাংলার পর্বটির প্রোমো প্রচার শুরু হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক’দিন আগে রূপায়ন সিটি উত্তরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় এসেছিলেন তিনি। একই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা। তবে তখন তাদের সাক্ষাৎ হয়নি।
'দাদাগিরি’র শুটিং শেষে ঢাকায় ফিরে রুনা লায়লা বললেন, ‘শুটিংয়ের আগে ও পরে আমার সঙ্গে কথা বলেছে সৌরভ গাঙ্গুলী। ঢাকায় দেখা না হলেও আমার একটা গান শুনেছিলো বলে জানালো। দারুণ মিশুক ছেলে। আমাকে অনেক সম্মান করেছে। আমার খুব ভালো লেগেছে।’