বিনোদন ডেস্কঃ ১৯৯৬ সালে নির্মিত ‘ছোটে সরকার’ ছবির গান ‘এক চুম্মা তু মুজকো উধার দে দে’ গানটির জন্য আবারও আইনি ঝামেলায় পড়তে হচ্ছে অভিনেতা শিল্পা শেঠি ও গোবিন্দকে। ঝাড়খন্ডের পাকুর আদালতে করা মানহানির মামলায় আগামীকাল ১৮ই অক্টোবর তাদের জবানবন্দী নেয়া হবে ।
‘এক চুম্মা তু মুজকো উধার দে দে, বদলে মে ইউপি বিহার লে লে' গানটি নব্বই দশকের বলিউডে সেরা জনপ্রিয় গানগুলোর তালিকায় স্থান পেয়েছিল। অভিযোগে বলা হয়েছে, গানের কথায় বিহার এবং উত্তরপ্রদেশের অবমাননা করা হয়েছে ।
এই মামলাটি প্রায় ২০ বছর ধরে চলছে, যখন ঝাড়খন্ড বিহারের অংশ ছিল। একজন স্থানীয় আইনজীবী এই গানটি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুধু অভিনেতা ও অভিনেত্রীই নন, ছবির পরিচালক বিমল কুমার, গায়ক উদিত নারায়ণ, গায়িকা অলকা ইয়াগনিক, সংগীত পরিচালক রানি মালিক ও গীতিকার আনন্দ মিলিন্দের বিরুদ্ধেও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ।