News71.com
 Entertaintment
 05 Mar 16, 01:57 AM
 1563           
 0
 05 Mar 16, 01:57 AM

নিজের জন্মদিনে নিজেকেই বাড়ী উপহার দিচ্ছেন বলিউড সুন্দরী অলিয়া ভট্ট ।।

নিজের জন্মদিনে নিজেকেই বাড়ী উপহার দিচ্ছেন বলিউড সুন্দরী অলিয়া ভট্ট ।।

বিনোদন ডেস্ক : চলতি মাসের ১৫ তারিখ বলিউড সুন্দরী মহেশ ভট্টের কনিষ্ঠ কন্যা আলিয়া ভট্ট ২৩ বছর বয়সে পা দেবে। নিজের জন্মদিনে নিজে নিজেকে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিতে চলেছেন আলিয়া। তার বাবা মায়ের বাড়ি থেকে সামান্য দূরে বাড়িটি। বাড়িটি ছোট হলেও বিলাসিতার দিক দিয়ে কোন অংশে কম নয়।বাড়ির ভেতরের অংশ রেট্রোলুকে সাজিয়েছেন রিচা বহল। জন্মদিনের ২ দিন পরেই ১৮ মার্চ মুক্তি পাচ্ছে আলিয়া ও সিদ্ধার্থ মলহোত্রের নতুন সিনেমা ‘কপূর অ্যান্ড সন্স’। সব মিলিয়ে সময়টা ভালই যাচ্ছে আলিয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন