নিউজ ডেস্কঃ নিউ ইয়র্কে স্বাধীনতা সংগ্রামে ৪ কণ্ঠযোদ্ধাকে নিয়ে সঙ্গীতানুষ্ঠান একাত্তরের কণ্ঠযোদ্ধার গানের সিডির মোড়ক উম্মোচন করা হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল শনিবার রাতে জ্যাকসন হাইটসের একটি পাবলিক বিদ্যালয়েএ মিলনায়তনে সিডিটির মোড়ক উম্মোচন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র শিল্পী সমিতির সভাপতি কামাল লোহানী ।
যুক্তরাষ্ট্রস্থ উদীচীর আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন ও বাংলাদেশ উৎসবের এ অনুষ্ঠানে বক্তারা একাত্তরের কণ্ঠযোদ্ধাদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে বাংলাদেশের ইতিহাসে আরো একটি ইতিহাসের অংশ হওয়ায় আয়োজক আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানান। ২০১৫ সালের ১৩ই ডিসেম্বর নিউইয়র্কের কুইন্স প্যালেসে একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ধারনকৃত ভিডিও নিয়ে এ সিডি ।
অনুষ্ঠানে কামাল লোহানী জানান, যে ৪জন কণ্ঠযোদ্ধাকে নিয়ে এ উদ্যোগ তা প্রশংসার দাবি রাখে। এ চারকণ্ঠযোদ্ধা আমাদের অহঙ্কার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূত্র ধরে সংস্কৃতিসেবী আনোয়ার হোসেন এ অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযোদ্ধাদের ১২ নম্বর সেক্টর ঘোষণা এবং দলগতভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের স্বাধীনতা পুরুস্কার দেয়ার জন্য সরকারে প্রতি দাবি জানান। ৪ কণ্ঠযোদ্ধারা হলেন রথীন্দ্র নাথ রায়, শহীদ হাসান, কাদেরী কিবরিয়া ও মঞ্জুর আহমেদ ।
মঞ্চে উপস্থিত ছিলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুষ্ঠানের আয়োজক নিউ ইয়র্কের বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন, একাত্তরের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, একাত্তরের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের কন্যা চন্দ্রা রায়, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, উদীচীর যুক্তরাষ্ট্রের সহসভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শামসুন নাহার নিম্মি ।