News71.com
 Entertaintment
 24 Oct 16, 07:58 PM
 823           
 0
 24 Oct 16, 07:58 PM

ভাগ্যবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন পালন করলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ।।

ভাগ্যবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন পালন করলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ।।

বিনোদন ডেস্কঃ আজ পরীমনির জন্মদিন। মধ্যরাতে কাছের মানুষেরা এসে পরীকে চমকে দিয়েছে। সন্ধ্যার পরে আনুষ্ঠানিক একটা পার্টিও রয়েছে। পরীমনি যেন একটু কেমন। কেমন বলতে? এই যে অন্য নায়িকাদের মতো না। কয়েকদিন আগেও কবি নির্মলেন্দু গুণের কবিতাকুঞ্জের জন্য পরীমনি একলাখ টাকা দিলেন। না, এদেশের বর্তমান সময়ের অন্য নায়িকাদের সেরকম কোনো কাজে দেখা যায় না ।

পরীমনির নামে আছে অভিযোগ। আছে শিডিউল ফাঁসানোর ব্যপার। এসব অভিযোগের বাইরে পরীমনির নরম মনের একটা ইমেজও রয়েছে। কেন? পরীমনির বেড়ে ওঠা আজকের পরীমনি হয়ে ওঠার পেছনের গল্প পরীমনিকে নরম বানিয়েছে। নরম মনের মানুষ বানিয়েছে। তাই জন্মদিনটাও সাধারণের সাথেই কাটাবেন পরীমনি ।

সকালেই চলে গিয়েছিলেন টঙ্গিতে। সেখানে আইএচএফ নামের স্কুলে ভাগ্যবঞ্চিত শিশুদের সাথে নিজের জন্মদিন পালন করেছেন। এই ভাগ্য বিড়ম্বিত শিশুদের সাথে কাটিয়েছেন অনেকটা সময়। তাঁদের জন্য আজ পোলাও রান্না করা হয়। সব বাচ্চা আজ পেট পুরে পোলাও খেয়েছে। আর আনন্দ করেছে প্রিয় মানুষ পরীমনির সাথে ।

পরীমনি জানান, আমার জন্মদিন এটা নিয়ে বিশেষ কিছু ভাবনার বিষয় নয়, আড়ম্বরভাবে জন্মদিন পালন করতে হয় হয়তো বাধ্য হয়ে কিন্তু এই দিনটা আমি ভাগবঞ্চিত শিশুদের সাথে কাটাতে পছন্দ করি। ওদের কাছে গিয়েছি, একেকজনের হাতে যখন খেলনা তুলে দিয়েছি তখন তাঁদের মুখে যে হাসি দেখেছি সেটা তুলনাহীন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন