News71.com
 Entertaintment
 01 Nov 16, 10:11 PM
 1266           
 0
 01 Nov 16, 10:11 PM

গল্পের শেষ পাতাটা ছেঁড়া ছিল # ২

গল্পের শেষ পাতাটা ছেঁড়া ছিল # ২

বিনোদন ডেস্ক: হাবিব ২২-২৩ বছরের খুব দূরন্ত এবং সাহসী এক যুবক। রাজনৈতিক প্রশ্রয়ে এবং এলাকায় প্রভাব বিস্তার করতে গিয়ে প্রায়ই তাকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়তে হয়। কখনো নিজ মহল্লায় কখনো মহল্লার আসেপাশে সারাবছর তার মারামারী লেগেই থাকে। এনাম হাবিবের মহল্লার বড় ভাই। খুব নিরিহ টাইপের একটা লোক। সবসময় সে জীবনের মানে খুজতে চায়, কিন্তু মানে খুজে পায়না। আবৎধমব শব্দটা যেন তার জন্যই সৃষ্টি হয়েছে শব্দ ভান্ডারে।

লেখাপড়ার পাট চুকিয়ে, চাকরিতে ৭-৮ বছরের অভিজ্ঞতা। খুব খারাপ চাকরি করে তা নয়, কিন্তু সিনিয়র পদে বয়সে জুনিয়র ছেলেদের দেখলে একটু আফসোস হয়। যার কাছে মনে হয় জীবনের কোন অর্জন নেই। অফিস আর বাসা আসা যাওয়ার পথে প্রায়ই হাবিবের উৎশৃঙ্খলতাগুলি স্বচক্ষে দেখতে হয় তাকে। বিষয়টা তাকে প্রচন্ড হতাস করে। কেননা তার দৃষ্টিতে হাবিব অনেক সম্ভাবনাময় একটা ছেলে। এলাকার সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি রফিক মাষ্টারের ছেলে। লেখাপড়ায়ও প্রচন্ড ভাল ছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে বখে যায় ছেলেটা। মন থেকে বিষয়টা মেনে নিতে খুব কষ্ট হয় ওর। মাধবী এনামের কলেজে পড়া বোন।

এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী হাবিব এই একটা যায়গায় এসে সবসময়ই নতজানু। মাধবীকে ভালবাসে সে। কিন্তু মাধবী বারবারই ওকে এড়িয়ে যায়। মনে মনে ওর জন্য একটা টান থাকলেও নীতি আদর্শ ওকে টেনে রাখে। মুখ ফিরিয়ে রাখে। মাষ্টার সাহেবের সম্মান আর মর্জাদার কথা ভেবে হলেও এনাম ফিরে আসার আহবান জানায় হাবিবকে। প্রচন্ড আবেগ দিয়ে ওকে বোঝায় তুমি যেই জীবন বেছে নিয়েছ সেই জীবনে বাবা মা প্রতিবেশী কারো ভালবাসা নেই। আর ভালবাসা ছাড়া কোন জীবন হয় না। হয়তো মাধবীর বড় ভাই বলেই হাবিব গুরুত্ব দিয়ে শোনে তার কথাগুলো।সে ভালবাসার আশায় সব কিছু ছেড়ে ভাল হয়ে হাবিব মাধবীর কাছে ছুটে যায়। কিন্তু সংশয় দ্বিধা ভয় আর সামাজিক পরিচয় সবকিছু মিলে মাধবীর ওকে তাড়িয়ে দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না। চলে যেতে বলে।

হাবিব প্রচন্ড কষ্ট পেয়ে নিজেই নিজের পিস্তল মাথায় চেপে ধরে গুলি করতে যায়। মাধবী ঝাপিয়ে পড়ে ওকে থামায়। হাবিব বুঝতে পারে মাধবীর মনে ওর জন্য একটু হলেও ভালবাসা আছে। আর ওর কাছে ঐ ভালবাসাটুকুই অনেক পাওয়া মনে হয়। হাবিব ফিরে যায়। এরপর আর হাবিবকে কেউ দেখে না। অনেক বছর পর এনামের একদিন হঠাৎ করে মনে হয় হাবিব কোথায় আছে? কেমন আছে? ও কি ভাল পথে আছে নাকি আবার সেই সন্ত্রাসের পথেই আছে? এনাম হাবিবকে খুঁজতে যায় কিন্তু কোথাও ওর সন্ধ্যান পায় না। ওর কেবলই মনে হতে থাকে যে হাবিব একবার ভালো হবার সাধ পেয়েছে, ভালো হবার অনাবিল সুখ তাকে কখনই খারাপ হতে দেবে না। কখনো না, কখনোই না ...।

আলমগীর ইসলাম এর মুলগল্পে “গল্পের শেষ পাতাটি ছেঁড়া ছিলো” নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল এবং পরিচালনা করেছেন মুসাফির রনি। এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জ্বামান সেলিম, ইরফান সাজ্জাদ, উর্মিলা শ্রাবন্তী কর, কাজী উজ্জ্বল, পরেশ আচার্য, হিন্দোল রায়, রেহানা রাখী, শামীম হোসেন সহ অনেকে। নাটকটি আগামীকাল রাত ৯.৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন