নিউজ ডেস্ক: সপ্তাহব্যাপী ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুক্রবার থেকে শুরু হচ্ছে। বিকেলে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১৮ নভেম্বর পর্যন্ত ফ্রান্স, জার্মানি, চীন, শ্রীলঙ্কা, ব্রাজিল, গ্রীস, বুলগেরিয়া, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি দেশের মোট ১৫৬ টি ছবি দেখানো হবে এই উৎসবে। উৎসবের উদ্বোধন হবে বাংলা ছবি দিয়ে।
নারী পরিচালিত ছবি নিয়ে এবারও থাকছে ‘কমপিটিটিভ সেকশন’ বিভাগ। ১৩টি দেশের ১৫ জন নারী পরিচালকের ছবি নিয়ে হচ্ছে এই প্রতিযোগিতা। এছাড়াও থাকছে এশিয়ান সিলেক্ট, ইন্ডিয়ান সিলেক্ট, কনটেম্পোরারি ওয়ার্ল্ড সিনেমা, বেঙ্গলি প্যানোরামা, চিলড্রেন সেকশন। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্রসদনের পাশাপাশি স্টার, প্যারাডাইস, নবীনা, মিত্রাসহ কলকাতার ১৩টি পেক্ষাগৃহে এই ছবিগুলি প্রদর্শিত হবে।