News71.com
 Entertaintment
 13 Nov 16, 12:30 PM
 823           
 0
 13 Nov 16, 12:30 PM

ভারতীয় দুই বোনের গানে মাতলো গোটা আর্মি স্টেডিয়াম

ভারতীয় দুই বোনের গানে মাতলো গোটা আর্মি স্টেডিয়াম

নিউজ ডেস্ক : মাটি, মানুষ ও প্রাণের সুর মূর্ছনায় দর্শক-শ্রোতাদের বিমোহিত করে গতকাল শেষ হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬’। সমাপনী দিনেও শৈল্পিক শুদ্ধতায় লোকসংগীতের জ্বরে কেঁপেছেন সংগীতের সমজদাররা। বিশেষ করে ভারতের ওস্তাদ গুলশান মীরের দুই কন্যার গানে মেতে ওঠে স্টেডিয়াম।

রাত সাড়ে ১০ টার দিকে মঞ্চে উঠলেন জনপ্রিয় ফোক গানের ভারতীয় শিল্পী জ্যোতি এবং সুলতানা; যারা নুরান সিস্টার্স নামেই সুপরিচিত। তারা তাদের পরিবেশনায় প্রাধান্য দেন সুফিজমকে। সারগামের মাধ্যমে কণ্ঠকে প্রস্তুত করেই এই নুরান ভগ্নিদ্বয় পরিবেশন করেন ‘আল্লাহু আল্লাহু’ ‘আলী আলী’ ও ‘দামাদাম মাস্তাকালান্দার’সহ বেশ কয়েকটি গান। সুফিজমের সুরে প্রায় ঘণ্টাব্যাপী সংগীতানুরাগীদের মাতিয়ে রাখেন শিল্পীরা। মাটির গানের সঙ্গে সুফিজমের সরল সমীকরণে আসরে নেমে আসে ভালোলাগা আর ভালোবাসার ঢেউ।

তাদের দু`বোনের গানের সঙ্গে আনন্দে ভেসে যায় আর্মি স্টেডিয়ামের কয়েক হাজার সংগীত পিপাসু মানুষ। দর্শক-শ্রোতারা এই দুই বোনের পারফর্মের পুরো সময়টা করতালিতে মেতে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন