News71.com
 Entertaintment
 08 Dec 16, 11:04 AM
 760           
 0
 08 Dec 16, 11:04 AM

নিজেকে আবারো ভার্জিন বললেন সালমান ।।

নিজেকে আবারো ভার্জিন বললেন সালমান ।।

বিনোদন ডেস্কঃ  আবারো একমঞ্চে দেখা যাচ্ছে খান ব্রাদার্সদের। মানে সালমান, আরবাজ ও সোহেল খানকে দেখা যাবে ‘কফি উইথ করণ’র সিজন ফাইভের আসছে ১০০তম এপিসোডে। আর সেখানেই নিজের সর্ম্পকে আবারো নিজেকে ভার্জিন দাবি করলেন সালমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রোমো দেখে বোঝা যাচ্ছে এখানে থাকছে বেশ চমক। বিশেষ করে যেখানে সালমান থাকেন সেখানে তো অন্যরকম আকর্ষণ থাকবেই।

এর আগেও এই শো-তে এসেছেন সল্লু মিঞা। তখন জানিয়েছিলেন, তিনি ভার্জিন। এবারও র্যা পিড ফায়ার রাউন্ডে করণ সেই প্রশ্ন ফের ভাইজান খ্যাত সালমানকে। উত্তর কী, ভাবছেন।

সালমানের ঝটপট জবাব, ‘এখনও কিছুই বদলায়নি। আমি এখনও ভার্জিন।’

এরপরই একটু থেমে বলেন, ‘ঠিক তোমার মতো করণ ’ আগামী রবিবার প্রচারিত হবে ওই এপিসোডটি। কিন্তু প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে উত্তেজনা।

এরপরই সালমানকে আনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের অপশন দিয়ে করণ জানতে চান, সালমান কাকে বিয়ে করতে চান, কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান ও কার সঙ্গে বন্ধুত্ব করতে চান?  উত্তরে তিনি বলেন, অন্য কোনও অপশন দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন