News71.com
 Entertaintment
 30 Mar 16, 11:05 AM
 1467           
 1
 30 Mar 16, 11:05 AM

আর. এইচ. অন্তুর “কষ্ট উড়াই" ।।

আর. এইচ. অন্তুর “কষ্ট উড়াই
নিউজ ডেস্ক : প্রায় এক বছর পর আবার নিজের ২য় মিক্সড এ্যালবামে গাইলেন আর.এইচ. অন্তু। “মন তোমায় চায়” নামক এ্যালবামটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজম্মের ভিন্ন ভিন্ন নতুন মুখ।
 
তাদের মধ্যে আর. এইচ. অন্তু একক কন্ঠে একটি গান রয়েছে। “কষ্ট উড়াই” শিরোনামের এই গানটির কথা লিখেছেন নেয়ামত এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আর. ডি. হিল্লোল। গানটি ইতোমধ্যে শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়েছে। গানটি আর. এইচ. অন্তুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে (facebook.com/rh.ontu) আপলোড করা হয়েছে। পরবর্তীতে গানটির মিউজিক ভিডিও তৈরী করা হবে বলে জানান তিনি।
 
উল্লেখ্য এর আগে ২০১৪ সালে অগ্নিবীনার ব্যানারে প্রকাশিত “এক আকাশ ভালবাসা” মিক্সড এ্যালবামে ন্যান্সি, নির্ঝর সহ অনেক প্রখ্যাত শিল্পীর সাথে কন্ঠ দেন আর. এইচ. অন্তু। ঐ এ্যালবামের মাধ্যেমেই তার সঙ্গীতাঙ্গনে পর্দাপন। তিনি বলেন “ সঙ্গীত আমি খুবই ভালবাসি। ভবিষ্যতে সকলে দোয়ায় আরও ভালো কিছু গান নিজের একক এ্যালবামের মাধ্যোমে শ্রোতাদের কাছে পৌছে দিতে চাই”।

Comments

rh ontu

2016-04-01 02:30:44


(y)

নিচের ঘরে আপনার মতামত দিন