নিউজ ডেস্কঃ সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব মুখর হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে গোটা এপ্রিল জুড়ে একাডেমির জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে মঞ্চ নাটক ।
এই ধারাবাহিকতায় স্টুডিও থিয়েটার হলে ৪ই এপ্রিল সন্ধ্যা ৬টায় অবয়ব নাট্যদল তাদের ১৯ বর্ষপূর্তিতে পরিবেশন করবে ২৩তম প্রযোজনা "ফেরিওয়ালা"। আসাদুজামান দুলালের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন শহিদুল হক খান শ্যানন।