News71.com
 Entertaintment
 04 Apr 16, 04:42 AM
 1521           
 0
 04 Apr 16, 04:42 AM

নববর্ষে অবয়ব নাট্যদলের  উপহার 'ফেরিওয়ালা'

নববর্ষে অবয়ব নাট্যদলের  উপহার 'ফেরিওয়ালা'

নিউজ ডেস্কঃ সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব মুখর হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে গোটা এপ্রিল জুড়ে একাডেমির জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে মঞ্চ নাটক ।

এই ধারাবাহিকতায় স্টুডিও থিয়েটার হলে ৪ই এপ্রিল সন্ধ্যা ৬টায় অবয়ব নাট্যদল তাদের ১৯ বর্ষপূর্তিতে পরিবেশন করবে ২৩তম প্রযোজনা "ফেরিওয়ালা"। আসাদুজামান দুলালের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন শহিদুল হক খান শ্যানন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন