নিউজ ডেস্কঃ বলিউডের বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চনের পিতা কৃষ্ণারাজ রায় আর নেই। আজ শনিবার বিকেল ৪ টার দিকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রায় ২ সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কৃষ্ণারাজ রায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বচ্চন পরিবারের সূত্রে এ তথ্য জানা যায়। বলিউড সূত্রের খবর, ঐশ্বরিয়ার বাবা ২ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ঐশ্বরিয়া তার বাবার যত্ন নিয়েছেন। যদিও এসময়টায় স্বামী অভিষেক বচ্চন কাজের জন্য নিউ ইয়র্কে ছিল। তিনি মাত্রই মুম্বাই ফিরে এসেছেন।
ক্যানসারে আক্রান্ত হয়ে এ বছরের শুরুতে হাসপাতালে ভর্তি হন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কৃষ্ণরাজ রাই। তবে বেশ কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন তাকে হাসপাতালে দেখতে যান।