News71.com
 Entertaintment
 22 Mar 17, 12:28 AM
 1980           
 1
 22 Mar 17, 12:28 AM

শুক্রবার ঢাকায় প্রথম সারির ৮ ব্যান্ডের অংশগ্রহনে জঙ্গিবাদ বিরোধী কনসার্ট

শুক্রবার ঢাকায় প্রথম সারির ৮ ব্যান্ডের অংশগ্রহনে জঙ্গিবাদ বিরোধী কনসার্ট

বিনোদন ডেস্ক : ঢাকায় প্রথম সারির ৮ ব্যান্ডের অংশগ্রহনে জঙ্গিবাদ বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন- র্যাবের সহযোগীতায় এই মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হচ্ছে । আগামী শুক্রবার (২৪ মার্চ) ঢাকার মোহাম্মদপুর থানা সংলগ্ন সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট । বেলা ৩ টা থেকে শুরু হয়ে একটানা রাত ১১ টা পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী কনসার্টে অংশগ্রহন করবেন দেশের নামি দামি ৮ টি ব্যান্ড। সঙ্গীত পরিবেশনার অংশ গ্রহনকারী ব্যান্ড দলগুলো হলো-নগরবাউল, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শিরোনামহীন, আর্টসেল, চিরকুট, শূন্য ও অ্যাবস্ট্রাকশন।

আয়োজকরা জানান, শুক্রবার (২৪ মার্চ) মোহাম্মদপুর থানা সংলগ্ন সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কনসার্টে অংশ নিতে যাচ্ছে নগরবাউল। এটি হচ্ছে জঙ্গিবাদ বিরোধী কনসার্ট। অন্যান্য ব্যান্ডের শিল্পীদের পাশাপাশি নগরবাউলের জেমসও এতে সংগীত পরিবেশন করবেন। কনসার্টে প্রধান অতিথি থাকবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন