বিনোদন ডেস্কঃ এক সময়কার বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন। সবার কাছেই তিনি মহানায়িকা হিসেবে পরিচিত । দুনিয়াজুড়ে ভক্তের অভাব নেই তার । আজ ৬ই এপ্রিল সেই মহানায়িকার জন্মদিন। ১৯৩১ সালে বাংলাদেশের পাবনা জেলায় তার জন্ম। নিতান্ত ছেলেবেলা থেকেই অভিনয় এবং সংগীতের প্রতি একটা আলাদা টান ছিল সুচিত্রা সেনের। আসল নাম তার ‘রমা’। চলচ্চিত্রে ছিলেন মাত্র ২৬টি বছর। আর এই সময়েই তিনি মানুষের অন্তরে বিশেষ স্থান করে নিয়েছেন। ২০১৪ সালের ১৭ই জানুয়ারি এই কিংবদন্তি প্রয়াত হন ।
এদিকে, আজ সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিনকে নানা আয়োজন হাতে নেয়া হয়েছে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনায়। কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রয়াত এ নায়িকার জন্মদিনের উৎসব শুরু হবে। জন্মদিন উপলক্ষে আজ থেকে ৫ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হয়েছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আজ সন্ধ্যা থেকে পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকছে আলোচনা সভা ।