News71.com
 Entertaintment
 31 Mar 17, 05:32 PM
 706           
 0
 31 Mar 17, 05:32 PM

উপমহাদেশের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল এখন ঢাকায়

উপমহাদেশের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল এখন ঢাকায়

বিনোদন ডেস্ক : ঢাকায় এসেছেন উপমহাদেশের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই শিল্পী। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সন্ধ্যায় শুরু হবে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’। এর আয়োজন করেছে এটিএন ইভেন্টস। আয়োজকরা জানান, গুলশানের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন শ্রেয়া।

অনুষ্ঠানের মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান জানান, রাত আটটার পর মঞ্চে উঠবেন শ্রেয়া। গাইবেন টানা দুই ঘণ্টা। হিন্দি গানের পাশাপাশি শোনাবেন বাংলা গানও। ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমব্রিন। এতে আরও গান করবেন কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায়। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন মিফতাহ জামান, পিন্টু ঘোষ ও আনিকা । প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ঢাকা-চট্টগ্রামের শ্রোতাদের সুরের তালে ভাসিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন