News71.com
 Entertaintment
 03 Apr 17, 04:34 PM
 731           
 0
 03 Apr 17, 04:34 PM

বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি স্থানীয় আদালত। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয়গ্রন্থ ‘রামায়ণ’র লেখক ঋষি বাল্মিকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

গত বছর ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলে আপত্তিকর মন্তব্য করলে তা বাল্মিকি ভক্ত সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ বিষয়ে দায়ের করা একটি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এ প্রসঙ্গে পুলিশ সংবাদমাধ্যমে বলেন, ‘লুধিয়ানা পুলিশের দুজন সদস্য ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

এদিকে বার বার সমন জারি হওয়া সত্ত্বেও গত ৯ মার্চ অনুষ্ঠিত শুনানিতে আদালতে হাজির হননি রাখি। এরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ১০ এপ্রিল ধার্য করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন