বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্না। ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘অমর আকবর অ্যান্থনি’খ্যাত তারকার ছেলে রাহুল খান্না। এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘পানি স্বল্পতাজনিত সমস্যার কারণে (ডিহাইড্রেশন) গত শুক্রবার (৩১ মার্চ) বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবকিছু ঠিক রয়েছে। আগের থেকে অনেকটা সুস্থ আছেন বাবা। খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’
এদিকে, বিপদে বাবার পাশে থাকার জন্য হাসপাতাল কর্মী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল। উল্লেখ্য, ১৯৪৬ সালের ৬ অক্টোবর জন্মগ্রহন করেছেন বিনোদ খান্না। ৪৫ বছরের ক্যারিয়ারে ১৪১ টি ছবিতে অভিনয় করেছেন ৭০ বছর বয়সী এই অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘অমর আকবর অ্যান্থনি’, ‘মেরি আপনে’, ‘মেরি গাঁও, মেরি দেশ’, ‘ইনকার’, ‘আচানক’, ‘কুরবান’ ও ‘ইমতিহান’। শুধু বলিউড নয়, পাকিস্তানি ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এই অভিনেতা।