News71.com
 Entertaintment
 06 Apr 17, 11:50 AM
 740           
 0
 06 Apr 17, 11:50 AM

আবারো স্কুলে ভর্তি হলেন ভারতীয় অভিনেত্রী সানি লিওন

আবারো স্কুলে ভর্তি হলেন ভারতীয় অভিনেত্রী সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওন স্কুল জীবন পার করেছেন অনেক আগে। তবে শুধু অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না এ অভিনেত্রী। সিনেমার অন্যান্য বিষয় নিয়েও কাজ করতে চান তিনি। এ জন্য লস অ্যাঞ্জেলেসের একটি স্কুলে ভর্তি হয়েছেন তিনি। সেখানে চিত্রনাট্য লেখা ও ভিডিও সম্পাদনা বিষয়ে প্রশিক্ষণ নিবেন সানি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

অনেকদিন ধরেই কোর্সগুলো করতে চাইছিলেন সানি। কিন্তু পেশাগত কারণে তার ফুসরত পাচ্ছিলেন না। বর্তমানে একটু অবসর পেয়েছেন, তাই আর সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সানি বলেন, ‘আমি নতুন কিছু শেখার জন্য আবার স্কুলে যেতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।’

তবে নিয়মিত স্কুল শুরু করার আগে একটি মোবাইল ফোনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে দুবাই উড়াল দিয়েছেন সানি। পাশাপাশি সেখানে কিছু আনন্দ মুখর সময় পার করছেন তিনি।

সানি লিওন অভিনীত পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সিনেমা প্রসঙ্গে সানি বলেন, ‘আমি ও আরবাজ দুজনই সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করেছি। এটি একটি রোমান্টিক-থ্রিলার সিনেমা। আশা করছি, দর্শক এটি পছন্দ করবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন