বিনোদন ডেস্ক : চিত্রনাট্যে এমনটা লেখা থাকবে, হয়তো ভাবতে পারেননি চৌকস অভিনেতা আমির খান। ক্যারিয়ারে খুব বেশি ছবি করেননি, সেই নায়িকা নামী অভিনেতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন! কথা হচ্ছে আলিয়া ভাটকে নিয়ে। আমির খানের আলোচিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এ কাজ করবেন না বলে ‘না’ করে দিয়েছেন তিনি। যশরাজ ফিল্মসের ব্যানারে ‘থাগস অব হিন্দুস্তান’-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুই জাঁদরেল অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খান। নায়িকা চরিত্রটি নিয়ে চলছিলো জল্পনা-কল্পনা। সবশেষ ২৪ বছর বয়সী আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিলো। আমিরও নাকি এমনটাই চেয়েছিলেন। কিন্তু আলিয়া অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছেন।
বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য ‘হাইওয়ে’ নায়িকা আলিয়া ভাটকে প্রস্তাব দেওয়া হয়। একই চরিত্রের জন্য বানী কাপুর, শ্রদ্ধা কাপুর ও ফাতিমা সানা শেখেরও নাম শোনা যায়। জুন থেকে ‘থাগস অব হিন্দুস্তান’-এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা, সামনের দিওয়ালিতে মুক্তি। এরই মধ্যে খবর এলো আলিয়ার বেঁকে বসার খবর।
আলিয়া ভাটআমিরকে ফিরিয়ে দেওয়ার পেছনে কী যুক্তি দিয়েছেন আলিয়া? ভারতীয় গণমাধ্যমে ভাটকন্যার ভাষ্য দেওয়া হয়েছে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে। বক্তব্যটি এমন, ‘আলিয়া আমিরের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু এমন ছবিতে নয়, যেখানে নায়িকার চরিত্রটি খুব ছোট।’