News71.com
 Entertaintment
 07 Apr 17, 12:34 PM
 767           
 0
 07 Apr 17, 12:34 PM

জিৎ ঢাকায় আসছেন ‘বস’ হয়ে

জিৎ ঢাকায় আসছেন ‘বস’ হয়ে

 

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে গেল বছরে যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা দ্য ডন’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় পা ফেলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতেও সমর্থ হয়। এবার ফের ঢাকায় সিনেমায় আসছেন জিৎ। তবে পুরনো চেহেরার বাদশা হিসেবে নয়, বরং একেবারে নতুনভাবে বস হিসেবে দেখা মিলবে তার!

গেল বছরে ‘বাদশা দ্য ডন’ নামের ছবিতে বাংলাদেশের নুসরাত ফারিয়ার সঙ্গে বক্স অফিস মাতিয়ে ছিলেন জিৎ। ছবিটি কলকাতা ও ঢাকায় তুমুল হিটও হয়েছিল। বছর ঘুরেই ফের জিতের সঙ্গে অভিনয় করতে চলেছেন ফারিয়া! জনপ্রিয় সিনেমা ‘বস’-এর সিক্যুয়ালে দেখা যাবে তাদের।

এরইমধ্যে মার্চের শুরু ছবির শ্যুটিংয়ে করছেন থাইল্যান্ডে। সেখানে টানা কুড়ি দিনের মতো শ্যুটিং শেষ করেছেন তারা। এবার সিনেমাটির শ্যুটিং হবে বাংলাদেশে। আর সেজন্যই আসছে ১১ এপ্রিল ঢাকায় আসছেন জিৎ। এমন খবরই নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। বাবা যাদব পরিচালিত ‘বস’ ছবিটি ২০১৩ সালে তেলুগু সিনেমা ‘বিজনেস ম্যান’-এর অনুকরণে নির্মিত। ছবিটিতে তখন জিতের বিপরীতে ছিলেন শুভশ্রী। নতুন এই সিক্যুয়ালেও আছেন শুভশ্রী। তবে সঙ্গে আছেন ঢাকাই সিনেমার নুসরাত। ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন