News71.com
 Entertaintment
 09 Apr 17, 10:07 AM
 748           
 0
 09 Apr 17, 10:07 AM

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় তামিল অভিনেতা কমল হাসান

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় তামিল অভিনেতা কমল হাসান

বিনোদন ডেস্ক : অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় তামিল অভিনেতা কমল হাসান। গতকাল শনিবার (৮ এপ্রিল) সকালে হঠাৎই  চেন্নাইয়ের আলওয়ারপেটে তার বাড়িতে আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় বাড়ি। আগুন ছড়িয়ে পড়তে থাকে। ৪ তলা থেকে কোনও রকমে কমলকে বের করে আনেন নিরাপত্তারক্ষীরা। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন একজন। তিন তলা থেকে পাইপ বেয়ে একতলায় নামেন কমল। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। তদন্ত করছেন আধিকারিকরা।

খবর ছড়িয়ে পড়তেই কমালের বাড়ির চারপাশে ভিড় করতে শুরু করেন তার ভক্তরা। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিসকে। শেষে কমল নিজে টুইট করে জানান, তিনি নিরাপদে রয়েছেন। তাঁকে নিয়ে উৎকণ্ঠা প্রকাশের জন্য ভক্তদের ধন্যবাদও জানান কমল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন