News71.com
 Entertaintment
 10 Apr 17, 10:49 PM
 787           
 0
 10 Apr 17, 10:49 PM

হলিউডের ‘মিশন ইম্পসিবল সিক্স’ সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কাকে

হলিউডের ‘মিশন ইম্পসিবল সিক্স’ সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কাকে

বিনোদন ডেস্ক : হলিউডের টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল সিক্স’ সিনেমায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। বর্তমানে প্যারিসে মিশন ইম্পসিবল সিক্স সিনেমার শুটিং করছেন টম ক্রুজ। এ বছরের শেষে ভারতে সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং করা হবে। আর এ অংশের শুটিংয়ের দৃশ্যে প্রিয়াঙ্কাকে চাইছেন টম ক্রুজ।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘মিশন ইম্পসিবল টিম প্রিয়াঙ্কাকে সিনেমায় নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আমেরিকায় তার কাজের শিডিউল দেয়া রয়েছে। কোয়ান্টিকো’র নতুন মৌসুমের শুটিং শুরু হবে। তার অন্যান্য প্রজেক্টের মতো এটি নিয়েও সংশয় রয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন