বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রাঙ্গন এখন সরগরম শাকিব খান আর অপু বিশ্বাসে। প্রেম-বিয়ে-সন্তান এ নিয়ে কম জল ঘোলা হয়নি। অনেক কথা শোনা গেলেও এতদিন পুরো বিষয়টি গোপনই রেখেছিলেন তারা। আজ সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে আসেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এ সময় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে, সন্তান ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।
এদিকে শাকিব-অপুর পুরো বিষয়টি নিয়ে পরিচালক শাহীন সুমন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। তার এই সিনেমার নাম হবে ‘অপুর সংসার’। টিওটি’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক। পরিচালক সমিতিতে সিনেমার নাম রেজিস্ট্রেশনও করা হয়েছে।
অপু অভিনীত ‘ভালোবাসা ২০১৬’ শিরোনামের সিনেমাটি অপুর শুটিংয়ের অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জি সরকার। এছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সার পরিচালিত ‘মা’ শিরোনামের সিনেমার শুটিং অপুর কারণে আটকে আছে।
দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মাঝে হঠাৎ করেই এক রকম উধাও হয়ে যান এ অভিনেত্রী। এ সময় বন্ধ হয়ে যায় তার কয়েকটি সিনেমার শুটিং। তবে খুব শিগগির আবার আগের সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন অপু। পাশাপাশি নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।