News71.com
 Entertaintment
 12 Apr 17, 05:55 PM
 753           
 0
 12 Apr 17, 05:55 PM

রোমানিয়ান প্রেমিকাকে অ্যাপার্টমেন্ট ও গাড়ি উপহার দিলেন বলিউড সুপারস্টার সালমান খান

রোমানিয়ান প্রেমিকাকে অ্যাপার্টমেন্ট ও গাড়ি উপহার দিলেন বলিউড সুপারস্টার সালমান খান

 

বিনোদন ডেস্ক : ঘনিষ্ঠ বন্ধুদের উপহার দেওয়ার বেলায় কোন কিপটেমি করেন না ভারতীয় অভিনেতা সালমান খান। শোনা যাচ্ছে, প্রেমিকা লুলিয়া ভানটুরকে একটি অ্যাপার্টমেন্ট ও গাড়ি উপহার দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।ভারতীয় নাগরিক না হওয়ায় ভারতে কোন স্থাবর সম্পতি কিনতে পারছেন না লুলিয়া। যার ফলে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাকে। এ কারণে রোমানিয়ান এই সুন্দরীকে একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন সল্লু। তবে সেটি কোথায় তা এখনও জানা যায়নি। এখানেই শেষ নয়, একটি গাড়িও না-কি উপহার দেওয়া হয়েছে তাকে।

বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, সালমান খান-লুলিয়া ভানটুরের প্রেমের সম্পর্ক। কিন্তু বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেননি কেউ। এছাড়া খান পরিবারের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লুলিয়ার। তাইতো ক’দিন আগে সালমানে ছোট বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিল শর্মার প্রথম জন্মদিন উপলক্ষ্যে সকলের সঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন