News71.com
 Entertaintment
 21 Apr 17, 08:03 PM
 798           
 0
 21 Apr 17, 08:03 PM

বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী লাকী আখন্দ আর নেই।।

বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী লাকী আখন্দ আর নেই।।

 

নিউজ ডেস্কঃ বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই। (ইন্না......রাজিউন)। টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী । গত কিছুদিন ভালোই ছিলেন।

তবে আজ শুক্রবার দুপুর নাগান তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ছটার দিকে তিনি না ফেরার দেশে চলে যান বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১।

লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— এই নীল মনিহার’  আমায় ডেকো না’ কবিতা পড়ার প্রহর এসেছে’ যেখানে সীমান্ত তোমার’ মামনিয়া, বিতৃঞ্চা জীবনে আমার’ কি করে বললে তুমি’ লিখতে পারি না কোনও গান, ভালোবেসে চলে যেও না প্রভৃতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন