News71.com
 Entertaintment
 26 Apr 17, 06:22 PM
 843           
 0
 26 Apr 17, 06:22 PM

শাহরুখ খানের নতুন  ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ

শাহরুখ খানের নতুন  ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্কঃ  বলিউডের সাম্রাজ্যে দীর্ঘ ২৫ বছর ধরে নিজের রাজত্ব টিকিয়ে রেখেছেন বলিউড কিং শাহরুখ খান। রোমান্স কিং হিসেবে জিতে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়। তবে এবার নিজেকে একটু ভিন রূপে হাজির করতে চলেছেন এই বলিউড সুপারস্টার।

অনেক আগেই পরিচালক আনন্দ এল রায়ের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ। ছবিটিতে একজন বামনের চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে এমন কোনো চরিত্রে অভিনয় করেননি শাহরুখ খান। নতুন খবর হলো ছবিটিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ। প্রথমে দীপিকাকে ভাবা হলেও তার শিডিউল না থাকায় ক্যাটরিনাকে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন