News71.com
 Entertaintment
 26 Apr 17, 07:00 PM
 824           
 0
 26 Apr 17, 07:00 PM

বলিউড অভিনেতা সালমান খান তার তিন দেহরক্ষীকে বরখাস্ত করলেন

বলিউড অভিনেতা সালমান খান তার তিন দেহরক্ষীকে বরখাস্ত করলেন

বিনোদন ডেস্কঃ  বলিউড অভিনেতা সালমান খান তার কাছের মানুষদের অন্ধের মতো বিশ্বাস করেন। কিন্তু সেই বিশ্বাসে যদি কেউ আঘাত করে তবে ছাড় দেন না  তেরে নাম  ছবির এই নায়ক। যেমনটা সালমান তার দেহরক্ষীদের ক্ষেত্রে করলেন। একসঙ্গে তিন দেহরক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করলেন সালমান। তাদের বিরুদ্ধে সালমানের অভিযোগ,দেহরক্ষীরা সালমানের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছিলেন।

সালমান জানতে পারেন, ওই তিনজন তার বিশ্বাসের সুযোগ নিয়ে এমন কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন, যেগুলো তাদের করা উচিত হয়নি। দেহরক্ষীদের জন্যই নাকি মিডিয়ার কাছে অনেক তথ্য চলে যাচ্ছিল।

খবর হচ্ছিল সেসব নিয়ে। এ কথা জানার পরে ওই তিনজনকে বরখাস্ত করেন সালমান। যদিও এই প্রথমবার নয়, এর আগে ম্যানেজার রেশমা শেট্টিকে চাকরি থেকে সরিয়েছিলেন সালমান। রেশমা নাকি পরিবার ও সোহেল খানের সঙ্গে সালমানের টাইমের অ্যাডজাস্টমেন্ট করতে পারছিলেন না। তার কথা মতো না চললে ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসতেও নাকি পিছপা হন না সালমান।

যেমনটা হয়েছিল বান্ধবী লুলিয়া ভান্তুরের ক্ষেত্রে। শোনা যায়, দাবাং ট্যুরের সময় লুলিয়া নাকি গান করতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি সালমান। তা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়। সেই ট্যুর থেকে চলে আসেন সালমান।

শোনা যাচ্ছে ‘দশ কা দম’ নামের টেলিভিশন শোতে আবারও উপস্থাপনা করবেন সালমান। আট বছর আগে এই শোটিতে প্রথমবার টেলিভিশন উপস্থাপক হিসেবে অভিষেক হয়েছিল তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন