আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়াত হলেন অভিনেতা বিনোদ খন্না। এ দিন মুম্বইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকাল ৮টায় প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। ১৯৪৬ সালের ৬ অক্টোবর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্ম হয় বিনোদ খন্নার। ১৯৬৮ থেকে ২০১৩ পর্যন্ত প্রায় ১৪১টি ছবিতে অভিনয় করেন তিনি। অমর আকবর অ্যান্টনি, পূরব অউর পশ্চিম,আন মিলো সজনা-র মতো বহু সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ৩ পুত্র এবং ১কন্যাকে রেখে গেলেন এই অভিনেতা। এক সময়ে ওশো রজনীশের শিষ্যত্ব নিয়েছিলেন তিনি। তাই নিয়ে প্রচুর বিতর্ক সহ্য করতে হয়েছিল তাঁকে।