News71.com
 Entertaintment
 29 Apr 17, 09:13 PM
 703           
 0
 29 Apr 17, 09:13 PM

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন বলিউডের তিন গ্ল্যামার গার্ল- ঐশ্বরিয়া রায়, সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোন  

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন বলিউডের তিন গ্ল্যামার গার্ল- ঐশ্বরিয়া রায়, সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোন   

বিনোদন ডেস্কঃ বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়েল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে প্রখ্যাত কান চলচ্চিত্র উৎসব মাতাতে যাচ্ছেন বলিউডের তিন গ্ল্যামার গার্ল ঐশ্বরিয়া রায় বচ্চন, সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোন। কানের এবারের ৭০তম আসরে লরিয়েলের শুভেচ্ছাদূত হয়ে প্রথমবারের মতো কানের সেরা আকর্ষণ লাল গালিচায় হাঁটবেন দীপিকা পাড়ুকোন।


পাশপাশি লাল গালিচায় হাঁটবেন ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া ও ২০১১ সাল থেকে কানে আসা সোনম। তাদের সঙ্গে কান মাতাবেন জুলিয়ান মুর ও ইভা লনগরিয়াদের মতো আবেদনময়ীরা। এদিকে, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের মেকাপ ব্র্যান্ড হিসেবে কানের সঙ্গে দীর্ঘ ২০ বছরের পথচলার পূর্তি উদযাপন করতে যাচ্ছে লরিয়েল প্যারিস। কান উৎসবে লরিয়েলের এ দীর্ঘ যাত্রাকে রাঙিয়ে দিতে হাজির থাকবেন হলিউডের আরও অনেক তারকা। এতে থাকবে তাদের বিচিত্র সাজ-সজ্জা ও বৈচিত্র্যময় স্টাইলের প্রদর্শনী।

কান উৎসবে নিজের দীর্ঘ উপস্থিতির বিষয়টি ব্যাখ্যা করে এক বিবৃতি দিয়েছে লরিয়েল কর্তৃপক্ষ। বিবৃবিতে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রাগজিত গার্গ বলেছেন, ‘ঐশ্বরিয়া, দীপিকা ও সোনম এবার কান উৎসবে লরিয়েল প্যারিস ও ভারতের প্রতিনিধিত্ব করবে এমন ঘোষণা দিতে পেরে আমরা খুশি। কান উৎসবের অফিসিয়াল মেকাপ পার্টনার হিসেবে দুই দশক পূর্ণ হওয়ায় এবারের আসর আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মে থেকে পর্দা উঠছে বিশ্বের অন্যতম এ চলচ্চিত্র উৎসবের। কানের পর্দা নামবে ২৮ মে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন