News71.com
 Entertaintment
 04 May 17, 06:53 PM
 875           
 0
 04 May 17, 06:53 PM

প্রযোজনায় হাত পাকাতে চাইছেন বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট।।  

প্রযোজনায় হাত পাকাতে চাইছেন বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট।।   

বিনোদন ডেস্কঃ বলিউডের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত ও জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। ক্যারিয়ারে একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরই মধ্যে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। তার প্রতিটি ছবিই পেয়েছে বক্স অফিসে সাফল্য। ঝুলিতেও রয়েছে একাধিক সেরা অভিনেত্রীর পুরস্কার। আর তাই,এবার সিনেমা প্রযোজনায় হাত পাকাতে চাইছেন আলিয়া। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া,আনুশকা শর্মার মতো সিনেমা প্রযোজক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আলিয়ার একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে জানিয়েছে,নতুন কিছু করার প্রয়াসে আলিয়া এখন প্রোডাকশন মাধ্যমের দিকে ঝুঁকতে শুরু করেছেন। অল্প বয়সে এই সমস্ত কাজ করা যাবে না- আলিয়া একথা মানতে নারাজ। প্রিয়াঙ্কা ও আনুশকার কাছ থেকে অনুপ্রেরণা আলিয়া। আর প্রোডাকশন জগতে কাজ করার জন্য বাবা মহেশ ভাটের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন মেয়ে। বলা যায়,মাত্র ২৪ বছর বয়সেই সফলতা ধরা দিয়েছে এই বলিউড অভিনেত্রীর হাতে। তাই প্রযোজনাতেও সফলতার পরিচয় দেবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন