News71.com
 Entertaintment
 06 May 17, 12:22 PM
 748           
 0
 06 May 17, 12:22 PM

নির্মাতা রাজমৌলির বাবার ওপর নির্ভর করছে বাহুবলি থ্রি।।  

নির্মাতা রাজমৌলির বাবার ওপর নির্ভর করছে বাহুবলি থ্রি।।   

বিনোদন ডেস্কঃ বলিউডের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বাহুবলি সিরিজ। কোটি কোটি টাকা আয়ের পাশাপাশি দর্শক হৃদয়ও জয় করে নিয়েছে সিনেমাটি। রেকর্ড ভাঙ্গা-গড়া নিয়েও আলোচনায় আছে সিনেমাটি। এরই মধ্যে বাহুবলি-দ্য বিগিনিং এবং বাহুবলি-দ্য কনক্লুশন পর্বের মাধ্যমেই শেষ হয়েছে বাহুবলি সিরিজ।

তবে এবার আলোচিত ভারতীয় সিনেমাটির তৃতীয় পর্বের ইঙ্গিত দিলেন নির্মাতা রাজামৌলি। বাহুবলি সিনেমার পরবর্তী সিক্যুয়েল নির্মাণ বিষয়ে পরিচালক রাজামৌলি সংবাদমাধ্যমে বলেন,আমাদের সিনেমার বাজার রয়েছে কিন্তু আমরা যদি আকর্ষণীয় গল্প ছাড়াই শুধু ব্যবসার জন্য সিনেমা নির্মাণ করি তাহলে সেটা সততার সঙ্গে সিনেমা নির্মাণ হবে না। কিন্তু কে জানে,যদি আমার বাবা (বিজয়েন্দ্র প্রসাদ যিনি বাহুবলির গল্প লিখেছেন) পূর্বের মতো আকর্ষণীয় গল্প পান তা হলে নির্মাণ বন্ধ করব না,আমরা নতুন সিনেমা তৈরি করব।

তিনি আরো বলেন,সিনেমাটির গল্পে অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু সিনেমাটির চরিত্র ও গল্প আমাদের পথ দেখিয়েছে। আমরা জানতাম একটি অঞ্চলে যথেষ্ট বাজার নেই। তাই আমরা গল্পটিকে সীমাবদ্ধ না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের বাজারটা বড় করতে চেয়েছি। এখন বাজার উন্মুক্ত এবং আমাদের অনেক ভক্ত অনুসারী রয়েছে। আমরা আশা করিনি এতো আয় হবে। শুধু আয় না,সিনেমাটি ঘিরে এ রকম উন্মাদনাও আশা করিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন